গৃহ নির্মাণের জন্য
গৃহ নির্মাণের জন্যঃ
দ্বিতীয়া, সপ্তমী, একাদশী অথবা পূর্ণিমা তিথিতে যে কোন একদিন একটি প্যাঁচা ধরে আনবে ও তাকে খাঁচায় বন্ধ করে গন্ধ (চন্দন), পুষ্প, ধূপ, প্রদীপ ও আতপ তন্ডুল দ্বারা তার পূজা করবে। পূর্বদিকে মুখ করে কুশাসনে বসে পূজা করবে। প্যাঁচাকে সামনে রাখবে। তারপর নিম্নলিখিত মন্ত্র ৭০০৮ বার জপ করতে হবে।
মন্ত্র- “ওঁ নমঃ মনোভিলাষা পূরণায় পক্ষীরাজায় কাকারি লক্ষ্মী বাহনায় ডং ডং ডং ডং ডং, ঠং ঠং ঠং ঠং ঠং ঠক্ স্বাহা।”
প্রতিবার মন্ত্র পাঠ করবে এবং প্রতিবার প্যাঁচার দেহে এক একটি ফুঁ দেবে। এবার প্যাঁচাকে খাদ্য দিবে, যদি প্যাঁচা তাড়াতাড়ি আহার গ্রহণ করে, তাহলে বুঝতে হবে এক বছরের মধ্যে বাড়ী তৈরী হবে। যদি কিছু দেরীতে প্যাঁচা আহার গ্রহণ করে, তাহলে বুঝতে হবে গৃহ তৈরী হতে পাঁচ বছর সময় লাগবে। যদি একেবারে আহার গ্রহণ না করে, তাহলে বুঝতে হবে গৃহ তৈরীর কোনও সম্ভাবনা নেই।
এরপরে প্যাঁচাকে আহারের জন্য মাংস তে দেবে, তার সঙ্গে দেশি মদ মিশিয়ে দিতে হবে। খাদ্যদ্রব্য প্যাঁচার সামনে রেখে, নিজে তার কাছ থেকে সরে যাবে। এবং আড়াল থেকে দেখতে হবে প্যাঁচা সেই আহার কিভাবে গ্রহণ করছে। যদি আহার তাড়াতাড়ি খায়, তাহলে তাকে ছেড়ে দিতে হবে।